• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

`শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই` 

প্রকাশিত: ১ মে ২০২৩  

 
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কাজ করছে সমন্বিত উন্নয়নের জন্য। শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হতে পারে না। শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবেই। আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নে যে নীতিমালা তৈরি করেছেন, তা অতীতের কোনো সরকার করেন নাই।

সোমবার সকাল ১০টায় বোচাগঞ্জ সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে মহান মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, মে দিবসের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এই সংগ্রাম নীরব। একটা সময়ে একজন শ্রমিক এক বেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশে বদলে গেছে। মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদেরও মজুরি বেড়েছে।
সেতাবগঞ্জ চিনি কল দ্রুত সময়ে নতুন ব্যবস্থাপনায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই চিনিকল নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমরা সেই রাজনীতি থেকে বের হয়ে এসেছি। নতুনভাবে এই চিনিকল দ্রুত সময়ে চালুর ব্যবস্থা করা হবে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, শ্রমিক নেতা মানিকুল ইসলাম, মুক্তা ও মো. আলম প্রমুখ। এছাড়াও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –